Main Menu

সেন্ট্রাল অক্সিজেনসহ গোলাপগঞ্জে করোনা ইউনিট চালু

গোলাপগঞ্জে উদ্বোধন করা হলো ২০ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেনসহ ২০ শয্যার করোনা ইউনিট। সিলেট বিভাগের মধ্যে প্রথম কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেনিফল্ড সিস্টেমে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহকরোনা ইউনিটের যাত্রা শুরু করলো।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমানের পৃষ্ঠপোষকতায় ও স্বাস্থ্য বিভাগে বাস্তবায়নে এই করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের (স্বাস্থ্য) বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ায়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনিংস মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

এসময় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় ১৩টি সিলিন্ডার (প্রতিটি ৭২ লিটার) দিয়ে মেনিফল্ড পদ্ধতিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভবনের ৩য় তলায় ২০ শয্যার করোনা ইউনিট স্থাপন করা হয়েছে। যার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থেকে অক্সিজেন সরবরাহ লাইন প্রতিটি বেডের সাথে দেয়া হয়েছে ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *