সিলেট ‘জিডিএফ’এ বঙ্গবন্ধুর আত্মজীবনী ব্রেইল বই প্রদান
সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয় অপরিহার্য ইতিহাস। বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের মাধ্যমে মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানা সম্ভব। ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের মাধ্যমে সমাজের প্রতিবন্ধীরাও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবে। এর মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষদেরকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে বিশেষ জনগোষ্ঠি সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
তিনি সমাজের সবাইকে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার রোববার সকালে জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিডিএফ’র সহ সভাপতি এ.এইচ.এম ইসরাঈল আহমদ, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইনোভেটর সিলেটের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি, জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, ব্যবসায়ী ওলিউর রহমান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জিডিএফ’র হিসাব রক্ষক ফজলে এলাহী, শিক্ষিকা নমিতা রাণী দে, রুবিনা আক্তার, রায়হান খান, জিডিএফ’র সাধারণ পরিষদের সদস্য জেসমিন বেগম সহ শিক্ষার্থীবৃন্দ।
পরে প্রধান অতিথি জিডিএফ এর শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল বই প্রদান করেন। এর আগে জিডিএফ’র শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও দেশের গান পরিবেশন করেন।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More