জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁওয়ে (দক্ষিণপাড়া) এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে।
এ অভিযোগে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে জালালাবাদ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযুক্ত যুবক লোকমান আহমদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
লোকমান নোয়াগাঁওয়ের সিরাজুল ইসলামের ছেলে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, গত ৪ জুন বিকালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যান লোকমান আহমদ। তিনি ওড়না দিয়ে দুই হাত বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির চিৎকারে তাতে ব্যর্থ হন তিনি।
এ ঘটনার জেরে লোকমানসহ মামলার অপর ৭ আসামি শিশুটির মাকে মারধর করেন।
ওসি জানান, মামলার প্রেক্ষিতে লোকমানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More