প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক জকিগঞ্জে বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে গরীব ও রোগাক্রান্তদের চিকিৎসার জন্য অনুদান বাবত বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ৪ ঘটিকায় জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ চেক বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জুহুরা রওশন জেবিন কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিক উন্নয়নের সুফল ভোগ করছে।বঙ্গবন্ধুর কন্যা দেশের তৃণমুল পর্যায়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
উল্লেখ্য,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজির মেয়ে আমাতুজ জুহুরা রওশ জেবিনের প্রচেষ্টায় প্রতি তিনমাস অন্তর গরীব রোগাক্রান্তরোগীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।
Related News

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More

সিলেট নগরের ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু
সাধারণ ডায়েরি (জিডি) করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ছয়টি থানার বাসিন্দাদের।Read More