সিলেটে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৭৯ জন

সিলেটে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। বৃহস্পতিবার একদিনে ৩৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ১০১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ২১ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জ জেলার ২৪ জন এবং হবিগঞ্জ জেলার ১৫ জন রয়েছেন।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More