সিলেটে করোনায় আরও ১৭জনের মৃত্যু, শনাক্ত ৫৯০
সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে আরও আরও ১৭জনের মৃত্যু হয়েছে। নতুন করে একই সময়ে আরও ৫৯০ আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে গতকাল সোমবার সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১৭জন।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা.হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নতুন শনাক্ত হওয়া ৫৯০ জনের মধ্যে ৩১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন এবং মৌলভীবাজার জেলার ৬৭ জন।এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৫৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ৮০৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬২৩ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৬১৬ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৫ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন।বিভাগে এ পর্যন্ত ৩৩ হাজার ৮৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৬৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৭৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৭২ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৪২৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৫৮ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২১ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন রয়েছেন।বিভিন্ন হাসপাতালে ৫০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।
Related News
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More
সুন্নী জোটের সমাবেশ: শাহপরান (রহ)’র মাজারে হামলার বিচার,স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষা প্রদান এবং পর্যটন খাতে জাতীয় বরাদ্দ নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি পেশ
সিলেট—ঢাকা ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষাRead More

