সিলেটে করোনায় আরও ১৭জনের মৃত্যু, শনাক্ত ৫৯০

সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে আরও আরও ১৭জনের মৃত্যু হয়েছে। নতুন করে একই সময়ে আরও ৫৯০ আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে গতকাল সোমবার সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১৭জন।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা.হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নতুন শনাক্ত হওয়া ৫৯০ জনের মধ্যে ৩১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৫ জন, হবিগঞ্জের ১০১ জন এবং মৌলভীবাজার জেলার ৬৭ জন।এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৫৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ৮০৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬২৩ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৬১৬ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৫ জন, হবিগঞ্জ জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন।বিভাগে এ পর্যন্ত ৩৩ হাজার ৮৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৬৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৭৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৭২ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৪২৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৫৮ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২১ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন রয়েছেন।বিভিন্ন হাসপাতালে ৫০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।
Related News

বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্রজনতার পরিচয়ে মিশে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলনRead More

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান
সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ কেন্দ্র টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এ শতাধিক শিক্ষার্থীরকে সনদ প্রদানRead More