সিলেট বিভাগে করোনায় আরও ১২ জন মৃত্যু

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ৭১০ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ ও হবিগঞ্জে ২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরন করেন ৭২৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৬১ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৪০৬ জন, সুনামগঞ্জ ৮৭, হবিগঞ্জ ১৫৩ ও মৌলভীবাজারে ৬৪ জন রয়েছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৭১০ জনের ফলাফল পজেটিভ আসে। সংক্রমণের হার হচ্চে ৩৪ দশমিক ৭৯ ভাগ। যা আগের দিন ছিলো ৪৩ দশমিক ৬৫ ভাগ।
এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪২ হাজার ১৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হন ৩১ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। আগের দিন এ সংখ্যা ছিলো ৮৫ জন। এ নিয়ে হাসপাতালে চিকৎসাধীন আছেন ৩০২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে র্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ২২১ জন। গত ২৪ ঘন্টায় ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে চার জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৭৯৬ জন।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More