Main Menu

ইতিহাস লিখতে পারলেন না নোভাক জকোভিচ

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলেন নোভাক জকোভিচ। কিন্তু ঘটে গেল অলিম্পিক্সে বড় অঘটন! বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় পারলেন না বহু প্রতিক্ষীত সেই অনন্য নজির গড়তে।

শুক্রবার টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে হেরেই আর গোল্ডেন স্ল্যাম জেতা হলো না সার্বিয়ান সুপারস্টারের। জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে ৬-১, ৩-৬, ১-৬ গেমে হারলেন জকোভিচ।

একই বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন) ও অলিম্পিক্স জেতাকে বলে গোল্ডেন স্ল্যাম। টেনিসে এই কৃতিত্ব রয়েছে একমাত্র স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালে সোনার স্ল্যাম জেতেন তিনি। অক্ষত থেকে গেল স্টেফি গ্রাফের টেনিস-কীর্তি।

সোনার পদকের ম্যাচে জেরেভ খেলবেন রুশ খেলোয়াড় কারেন খাচানোভের বিরুদ্ধে। অন্য দিকে ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য জকোভিচ নামবেন ক্যারেনো বুস্তার বিরুদ্ধে। গত আড়াই মাসে জকোভিচ এই প্রথম হারলেন। ইটালিয়ান ওপেনের ফাইনালে শেষবার তিনি রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন।

সূত্র : জিনিউজ






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *