সিলেটের জৈন্তাপুর থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

জৈন্তাপুর থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৯ জুলাই) বিকেলে জৈন্তাপুর থানার হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কানাইঘাট থানার বাখাইড়পাড় এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে বশর আহম্মদ (২১) একই গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. দুদু মিয়া (২৭)।
মঙ্গলবার (২০ জুলাই) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার হরিপুর বাজারে অভিযান চালায়। এসময় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি বশর আহম্মদ ও মো. দুদু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে (মামলা নম্বর-২১)।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
Related News

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More