জয়ে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ৩৩৭ রান, বাংলাদেশের দরকার ৭ উইকেট। কী হবে ফল? এর উত্তর মিলবে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনে।
হারারে মাঠের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান।
জবাবে স্বাগতিক জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে থাকে ১৯২ রানে।
চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ১ উইকেটে ২৮৪ রান করে। ফলে লিড দাঁড়িয়েছে ৪৭৭ রানে। ১১৫ রানে সাদমান ও ১১৭ রানে শান্ত থাকেন অপরাজিত।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে টেইলর বাহিনী। দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪০। মেহেদী স্পিনে ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অধিনায়ক টেইলর। বাকি দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
Related News

বাবর-রিজওয়ান ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
পাঁচ তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। গুঞ্জন সত্য করে দলে নেই বাবর আজম, মোহাম্মদRead More

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More