Main Menu

ড়লেখায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই গৃহবধুর চিকিৎসায় আর্থিক সহায়তা

মৌলভীবাজারের বড়লেখায় স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ গৃহবধূ রহিমা বেগমের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম। শুত্রবার বিকেলে ফোরামের অস্থায়ী কার্যালয়ে গুরুতর আহত গৃহবধূর বাবা হতদরিদ্র রফিক উদ্দিনের হাতে আর্থিক সহায়তার ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

এসময় বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারী মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য কৃপাময় পাল, মোদরিছ আলী, আব্দুল খালিক, জেনারেল মেম্বার হাফেজ মাওলানা শাহীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলার হরিপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে রহিমা বেগম (২০) আরেঙ্গবাদ গ্রামে স্বামী-শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেয়ে আড়াই বছরের ছেলেকে নিয়ে ৭ মাস আগে বাবার বাড়িতে আশ্রয় নেয়। ছেলেকে দেখতে গিয়ে স্বামী শিপন আহমদ (৩১) গত ৩ জুলাই শ্বশুড় বাড়িতে গিয়ে রাত্রি যাপন করেন। ভোরবেলা তিনি ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে গৃহবধু রহিমার শরীরের প্রায় ৬৫ শতাংশ ঝলসে যায়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই পুলিশ গৃহবধুর স্বামী শিপন আহমদ ও শ্বাশুড়ি আনুরি বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *