সিলেট থেকে নিখোঁজ হওয়া কিশোরী হবিগঞ্জ থেকে উদ্ধার করলো র্যাব ৯

সিলেটে থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে ৯ দিন পর হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার বিকেল ৪টার সময় মুন্নিকে উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. মঈনুলইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
পরে মুন্নিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব।
ওই কিশোরী বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরী (১৬) গত ২৯ জুন সিলেটের শাহপরাণ রাহ. মাজার এলাকা থেকে হারিয়ে যায়। তার বাড়ি ওই এলাকায়। সে মাঝে মাঝে এভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। মুন্নি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
Related News

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More