করোনায় আক্রান্ত বিশিষ্ট বুদ্ধিজীবী এবনে গোলাম সামাদের অবস্থা অপরিবর্তিত
বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক ও কলামিষ্ট প্রফেসর ড. এবনে গোলাম সামাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নমুনা পরীক্ষায় গত সোমবার রাতে তার করোনা পজিটিভ এসেছে। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে গত রোববার বেলা সোয়া ১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
ভর্তির পর থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রফেসর এবনে গোলাম সামাদের ছেলে আল ফাত্তাহ সামাদ বৃহস্পতিবার বিকেলে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আল ফাত্তাহ সামাদ জানান, তার বাবা বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ভর্তির পর থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, প্রফেসর এবনে গোলাম সামাদের দ্রুত সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Related News
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

