সিলেটের দক্ষিণ সুরমায় বালুর নিচে ছিল ৯ লাখ টাকার চোরাই পণ্য

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে বিশেষ কৌশলে বালুর নিচে রাখা ভারতীয় বিভিন্ন বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক প্রায় ৯ লাখ টাকা। এসময় পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- বরিশাল জেলার হিজলা থানার চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মহি উদ্দিন (২৮) ও পাবনা সদরের মজিদপুরের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮, তারিখ-২৯/০৬/২০২১।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো: মনিরুল ইসলাম।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More