মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের ২০২১-২২ অর্থবছরের মোট ১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ. মো. মকন মিয়া।
শনিবার (২৬জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ. মো. মকন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব সজল কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফছর আহমদ।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মকন দোকান শাখার ম্যানেজার মোসাহিদ আহমদ, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তজম্মুল আলী, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি এমএ হান্নান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরমান আলী, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মো. মঈন উদ্দিন, গীথা রানী দে, মালেকা বেগম, মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট মুরুব্বি সোনা মিয়া, ছয়ফুল খান, আব্দুর রহিম, আব্দুল মতিন, নিজাম উদ্দিন, আফরোজ মিয়া, আব্দুস শহিদ, আমিনা বেগম, অফিস সহকারী লিমন দেব, হাসনা হেনা খানম, আব্দুল মতিন, শুভাংশু দে অপু।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আল আমিন। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More