কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের মতবিনিময় সভা
আজ বুধবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে আবাসকি হোটেল ও রেস্টুরেন্ট খাতে যথাযথ রাজস্ব আহরণ এবং ইএফডি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট শহরে অবস্থিত আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত সকল এসোসিয়েশনে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সফিউর রহমান, সিলেট চেম্বারের সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সিদ্দিকী, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শ্রী শান্ত দেব, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওউনার্স গ্রুপের সভাপতি সুমায়েত নূরী চৌধুরী জুয়েল, সেক্রেটারী নওশাদ আল মুক্তাদিরসহ সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কর্মকর্তাবৃন্দ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More