কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের মতবিনিময় সভা

আজ বুধবার সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে আবাসকি হোটেল ও রেস্টুরেন্ট খাতে যথাযথ রাজস্ব আহরণ এবং ইএফডি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট শহরে অবস্থিত আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত সকল এসোসিয়েশনে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সফিউর রহমান, সিলেট চেম্বারের সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি সিলেট শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সিদ্দিকী, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শ্রী শান্ত দেব, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওউনার্স গ্রুপের সভাপতি সুমায়েত নূরী চৌধুরী জুয়েল, সেক্রেটারী নওশাদ আল মুক্তাদিরসহ সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কর্মকর্তাবৃন্দ।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More