সিলেটে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা খামারবাড়ীর পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক শ্রীনিবাস দেবনাথ বলেছেন, সিলেট অঞ্চলে যে পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকে তাতে তেল জাতীয় ফসলসহ নানা ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তিনি কৃষি কর্মকর্তা ও কৃষকদের বলেন, অন্যান্য ফসলের সাথে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন,সারাদেশে তেল জাতীয় ফসল ১০ ভাগ উৎপদান বাড়াতে পারলে আমরা শত ডলার আয় করতে পারবো। সিলেট জেলার সব কটি উপজেলায় সূর্যমুখীর চাষ বৃদ্ধির সুযোগ রয়েছে।
বুধবার (৯ জুন) সকালে খাদিমনগর কৃষি স¤প্রসারণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারোয়ারুল আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট খামারবাড়ী সিলেটের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। কিনোট উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী।
প্রকল্প মনিটরিং অফিসার জালাল উদ্দিন সরকারের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হাসান খান, গীতা পাঠ করেন হবিগঞ্জের এ ডিডি নয়ন মনি সূত্রধর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ ও সিলেট সদর উপজেলা সম্প্রসারণ অফিসার মুক্তা সরকার।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More