মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার দাবি পুলিশের

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জায়েদুল আলম। এছাড়া দেশি-বিদেশি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মামুনুল হকের ঘনিষ্ঠ যোগাযোগের প্রাথমিক প্রমাণও মিলেছে বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, ৬ মামলায় ১৮ দিনের জিজ্ঞাসাবাদে মামুনুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওই মামলায় জান্নাত আরা ঝর্ণা যে বক্তব্য দিয়েছে আমরা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে সেই বক্তব্যর সত্যতা পেয়েছি। যদিও এটি একটি বিচারাধীন বিষয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকতারা।
তিনি আরও বলেন, ঝর্ণাকে বিয়ের সাক্ষী, কাবিননামা, দেনমোহর এমনকি কোনো লিখিত কিছুই মামুনুল হকের কাছে নেই। তার একাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যার কোনো আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। প্রতিমাসে সে এক কোটি টাকা অনুদান পেত। ধারণা করা হচ্ছে- অনুদানের সে টাকা দিয়েই বাড়িঘর করেছে।
Related News

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ
দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশRead More

খুলনা শিপইয়ার্ডে ৩টি ডাইভিং বোট কমিশনিং করেছেন নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোটRead More