এয়ারপোর্ট রোডে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, আহত ৫

সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী আহত। রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে মালীনিছড়া চা বাগানের মন্দিরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা থেকে এয়ারপোর্ট গামী সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-৪০৮৪) ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন ২১-১২৬৩)। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে রেখেছেন স্থানীয় জনতা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
দুর্ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেন তিনি।
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More