ইসরাইল বিরোধী স্লোগানে সিলেট উত্তাল

নির্বিচারে বিমান হামলা এবং জেরুজালেমে বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।
শান্তিপূর্ণ এ বিক্ষোভে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভে ফিলিস্তিনের তিন যুবককেও অংশ নিতে দেখা যায়।
শুক্রবার বাদ জুম’আ নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো নগরী।
বিক্ষোভ চলাকালে আগ্রাসন বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় তিন ফিলিস্তিনী যুবক এসে বিক্ষোভে অংশগ্রহন করেন এবং বাংলাদেশের মুসলমান ও সরকারেকে তারা ধন্যবাদ জানান। তারা আগামীতেও মজলুম ফিলিস্তিনীদের পাশে থাকতে বাংলাদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
Related News

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুকRead More

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নRead More