নারায়ণগঞ্জে পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে তা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এ নিয়ে দেখা দেয় আতঙ্ক।
সোমবার বিকেল ৪টার দিকে পুলিশ বক্সের সামনে ব্যাগের ভেতর বোমাটি দেখতে পান ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। পুলিশ বলছে, বোমাটি মূলত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। জঙ্গি হামলায় মূলত এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, জেলা ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বিকেল ৪টার দিকে পুলিশ বক্সের সামনে একটি ব্যাগ দেখতে পান। তাতে বোমা সদৃশ বস্তু দেখা যায়। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খবর পেয়ে র্যাব ও পুলিশের সদস্যরা সাইনবোর্ডের ট্রাফিক পুলিশ বক্স ঘেরাও করে রাখে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলাচলের নির্দেশ দেন। পরে খবর দেয়া হয় ডিএমপির বোমা ডিস্পোজাল ইউনিটকে।
ওসি বলেন, সন্ধ্যা ৬টার দিকে বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরীক্ষা করে তারা বস্তুটিকে বোমা বলে নিশ্চিত করেন। সন্ধ্যা ৭টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।
বোমা ডিস্পোজাল ইউনিটের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, বোমাটি মূলত ছিল আইইডি। এর ওজন পরিমাপ করা হয়নি। তবে এই ধরনের বিস্ফোরক মূলত জঙ্গি হামলায় ব্যবহৃত হয়।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপরRead More