পার্ক বন্ধ থাকলেও ভিড় হচ্ছে চা বাগানে

ঈদে পরিবার- পরিজিন ও বন্ধুবান্ধবদের সাথে ঘুরে আড্ডা দিয়ে ভাগাভাগি করে নেওয়া্তের হয় ঈদের আনন্দ। ফলে প্রতিটি ঈদে সিলেটের পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটনস্পট গুলোতে থাকে উপচে পড়া ভিড়।
তবে এবারের চিত্র ভিন্ন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার ঈদের সময়ও লকডাউন চলছে। ফলে বন্ধ রয়েছে পার্কসহ সিলেটের সকল বিনোদন কেন্দ্র। পর্যটনস্পট গুলোতেও যেতে মানা।
তবু ঈদের সময়ে ঘরে আটকে থাকছেন না মানুষ। পার্ক বন্ধ থাকলেও ঈদের ছুটিতে বাড়ির পাশের চা বাগানে ঘুরতে বেরিয়েছেন অনেকে।
ঈদের পরদিন শনিবার সিলেটের লাক্তাতুরা চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়, মানুষজনের উপছেপড়া ভিড়। নানা বয়সের মানুষ এসেছেন চা বাগানে। পরিবার পরিজন নিয়েও এসেছেন অনেকে। করোনার স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না অনেকক্ষেত্রে।
ওসমানী বিমানবন্দর সড়কের বিভিন্ন চা বাগানের পাশেই ভ্রমণ পিপাসু মানুষজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
সিলেটের তারাপুর চা বাগান এলাকায় গিয়েও দেখা গেছে একই চিত্র। এই বাগান এলাকায় সিলেট সিটি করপোরেশন নির্মিত ওয়াকওয়েতে ঘুরতে ঘুরতে আসা মানুষজন একেবারে গাদাগাদি করে আছেন।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More