করোনায় একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩০)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানানো হয়।
একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তানিয়া রহমান প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে রিফাত হাসপাতালে ভর্তি ছিলেন। রিফাত সুলতানা আজ সকালেই এক সন্তানের জন্ম দেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News

বিএনপি নেতা মফিজ আলীর মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও জেলা এবং সদর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক উপদেষ্টা ও সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহRead More

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী শ্রীমতি সুষমা দাশ আর নেই
একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজRead More