করোনায় একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩০)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানানো হয়।
একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তানিয়া রহমান প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে রিফাত হাসপাতালে ভর্তি ছিলেন। রিফাত সুলতানা আজ সকালেই এক সন্তানের জন্ম দেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Related News
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম (৭৮) আর নেই। বৃহস্পতিবারRead More
সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবেরRead More