সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সালুটিকর ব্রিজ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৪টায় মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকার সড়কের পাশ থেকে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। যার অনুমানিক বয়স ৭০ বছর। তার মুখে সাদা (পাকা) দাড়ি, পরনে ফুলহাতা শার্ট, চেক লুঙ্গি ও সাথে একটি লাল গামছা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত ব্যক্তির ডান পায়ের গোড়ালিতে জখম পাওয়া গেছে। তার নাম, ঠিকানা ও পরিচয় জানা যায়নি। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কেও জানা না গেলেও মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More