সিলেটে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নারী উদ্যোক্তার বিস্কুট বানানোর কর্মশালা

সিলেটে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় সপ্তম দিনের প্রশিক্ষণ কর্মসূচি। সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠের মেলামঞ্চে কীভাবে বিস্কুট তৈরি হয় তা নিয়ে নারী উদ্যোক্তা ওয়াহিদা আখলাক চৌধুরী এই প্রশিক্ষণ দেন।
আজ (২৪ মার্চ বুধবার বিকেলে প্রশিক্ষাণার্থী নিয়ে এই কর্মশালা অনুষ্টিত হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় -এর সভাপতিত্বে ও সিলেট উইমেন চেম্বার অব কর্মাসের পরিচালক শামসুন্নাহার ও সালসাবিলা কান্তার যৌথ পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে অংশগ্রহণ করেন, তামান্না বেগম, মাকসুদা খাতুন, ফাহমিদা, হিমা শাহিদা, লাকি বেগম, লিপি বেগম, মাকসুদা খাতুন, সারজানা আক্তার এমি, ওয়াহিদা আখলাক, নাসিমা বেগম, আশা, উষা, আভাসহ প্রমুখ।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More