বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সদর উপজেলা আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সদর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় গেইট সংলগ্নে সদর উপজেলা যুবলীগের কার্যালয়ে আখালিয়া পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদর উপজেলা সভাপতি দুলাল মিয়ার যৌথ পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সিলেট সুনামগঞ্জ জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সহ সভাপতি সহিদুর রহমান, আব্দুল লতিফ, কৃষক লীগের সভাপতি ইকবাল মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু বক্কর পারভেজ, আনোয়ার শাহাদত সাধু, সদর উপজেলা স্পোর্টস একাডেমী সহ-সভাপতি আবু মনছুর রশিদ আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোস্তফা উল্লাহ, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা মোঃ কাদের জলিল, আলা উদ্দিন সরকার, মেহদী হাসান, এনায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন পাপ্পু, আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ূম, কমর উদ্দিন, ইমরান উদ্দিন, শেখ তানিন প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্বিদুল কাইয়ূম। বিজ্ঞপ্তি
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More