আজ বিশ্ব বেতার দিবস

আজ ১৩ ফেব্রুয়ারী বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “নতুন বিশ্ব নতুন বেতার”। এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোকসজ্জা, আলোচনা অনুষ্ঠান, থিম সং এবং বাংলাদেশ বেতার, সদর দপ্তরের বিভিন্ন অনুষ্ঠান রীলে করে শুনানো হবে।
বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে সকাল ১১-০০ টায়। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শ্রোতা, শিল্পী, কলাকুশলী, গীতিকার, সুরকার, বেতারের অনুষ্ঠানে অংশগ্রহনকারী সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারি করোনার কারনে এবারে র্যালী ও খেলাধুলাসহ অন্যান্য কিছু কার্যক্রম বর্জন করা হয়েছে।
Related News

শাহ খুররম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে, রেজাউল হাসান কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র, শাহ খুররম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিRead More

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More