সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে ৯ ‘ছিনতাইকারী’ আটক
সিলেট নগররীর শাহী ঈদগাহ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত সকলে ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাত ৮টায় শাহী ঈদগাহ থেকে তাদেরকে আটক করে কতোয়ালি থানা পুলিশ।
সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ সঙ্গীয় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল, নগদ টাকা ও ৯ ছিনতাইকারীকে আটক করে।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদের মৃত সুজন মিয়ার ছেলে রিফাত হাসান (২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের ইলিয়াস হোসেনের ছেলে সাইমান ইসলাম সাব্বির (১৯), নোয়াখালী জেলার মৃত দুলাল আহমের ছেলে সোহেব আহমেদ (১৮), নগরীর খাস্তবীর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জুমেল আহমদ (১৯), শাহী ঈদগাহের মো. আব্দুল আহাদের ছেলে মো. সারোয়ার সিদ্দিকী (২০), দিরাই থানার মধ্যপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শাহ আলম (১৯), কুমিল্লা জেলার লাকসাম থানার আবুল হাসেমের ছেলে নাসির (১৯), শায়েস্থাগঞ্জ উপজেলার ধুলিয়াখাল মাহমুদপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে হারুনুল ইসলাম (২৯), নেত্রকোনা জেলা আটপাড়া থানার খিলা গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রিমন (৩০)।
সিলেট কোতোয়লী মডেল থানার এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More