সিলেট-ঢাকা রুটে চলন্ত ট্রেনে তরুণী ‘ধর্ষণ’জেনারেটর সহকারী গ্রেফতার

সিলেট-ঢাকা রেল রুটের মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় চলন্ত ট্রেনে এক প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভিকটিমের অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ওই ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মিয়া ওরফে জাবেদকে (২৫) গ্রেফতার করেছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, লাউয়াছড়া বন অতিক্রমকালে ওই তরুণী টয়লেটে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মিয়া তাকে জোর পূর্বক পাশের একটি অন্ধকার বগিতে নিয়ে ধর্ষণ করে। তরুণীর বাড়ি ঢাকা সাভারের মুগড়াকান্দা।
গ্রেফতারকৃত জাহিদ মিয়া ওরফে জাবেদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রমের পরে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ওই তরুণী জানান। এ সময় ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রম করছিলো। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে তরুণী প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন। এ সময় জাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রেন যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More