সিলেটে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ বৃদ্ধি
২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
ফলাফলে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ২০১৯ সালের চেয়ে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে!
সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।
২০১৯ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০৯৪ জন। ওই বছরের চেয়ে এবার ৩ হাজার ১৪৮ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর আগে, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৮৭৩ জন, ২০১৭ সালে পেয়েছিল ৭০০ জন আর ২০১৬ সালে পেয়েছিল ১৩৩০ জন।
এদিকে, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন রয়েছেন।
মানবিক বিভাগ থেকে ২৭১ জন পেয়েছেন জিপিএ-৫।
এছাড়া ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সিলেট জেলার ২ হাজার ৮২০ জন শিক্ষার্থী, মৌলভীবাজারের ৬৯৭ জন, হবিগঞ্জের ৫৩২ জন ও সুনামগঞ্জের ১৯৩ জন শিক্ষার্থী রয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডে ২০২০ সালে ২৯৬টি প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিল। এদের সবাইকে অটোপাস দেওয়া হয়েছে।
Related News
সিকৃবিতে ইনোভেশন শোকেসিং: শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনোভেশন ও ই—গর্ভন্যান্স টিমের আয়োজনে ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যRead More
৪৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার চামাউরাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন
জাইকার অর্থায়নে ও সিলেট সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩Read More