জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৪তম বার্ষিক মাহফিল সম্পন্ন

আখেরি মোনাজাতে বিশ্ববাসীর কল্যাণ ও শান্তি কামনার মধ্য দিয়ে প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৪তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে পরদিন শুক্রবার বাদ ফজর পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু। প্রতি বারের মত এবারও মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠে পুরো মাদরাসা ময়দান।
মুফতী আব্দুল্লাহ ও মাওলানা সালেহ আহমদ মক্কীর পরিচালনায় মাহফিলে বক্তৃতা করেন প্রখ্যাত আলেম মাওলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, খলিফায়ে গহরপুরী (রহ.) মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, দরগাহে হযরত শাহজালাল রহ. মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মুফতী আবুল হাসান জকিগঞ্জী, সাহেবজাদায়ে রেঙ্গা মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরীপুর মাদরাসার মুহতামিম মাওলানা নিয়মতুল্লাহ আল ফরিদী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা শরীফ মুহাম্মদ, চকবাজার শাহী মসজিদের খতিব মুফতী মিনহাজ উদ্দিন, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা মানসুরুল হক, সাহেবজাদায়ে গলমুকাপনী মাওলানা মুহম্মদ, মাওলানা আব্দুল হাই বাহুবলী ও মাওলানা ওলিউল্লাহ আযাদী প্রমুখ।
মাহফিলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মাহফিল চলাকালে ‘শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ. স্মারকগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।
Related News

সিলেটে এনসিপি’র ইফতার মাহফিল: আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে: নাসিরউদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে এনসিপির যুদ্ধ অব্যাহতRead More

তেমুখী মাইক্রোবাস শ্রমিক উপকমিটির দোয়া ও ইফতার মাহফিল
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনি বাস কোচ মাইক্রোবাস রেজিঃ নং বি ১৪১৮ এর অন্তর্ভুক্তRead More