প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ ও দেশের কল্যাণে যে কোন প্রকল্প অনুমোদন করেন, পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। মানুষের কল্যাণে দেশের কল্যাণে নেয়া যে কোন প্রকল্প তিনি অনুমোদন করে থাকেন। পররাষ্ট্রমন্ত্রী এসময় সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলতে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন।
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক মির মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট চেম্বার সভাপতি এটিএম শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদি ছয়ফুল, উমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা,রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News

রোটারি ইন্টারন্যাশনাল সিলেট ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫-২৬ অনুষ্ঠিত
সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫—২৬ সম্পন্ন হয়েছে।Read More

জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিন বিমানবন্দরে সংবর্ধিত
সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তনRead More