সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বেলা ২টায় ২ নম্বর বার হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সমিতির ৮ শতাধিক বিজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশীদ (সোয়েব) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২০ সনের ১ জানুয়ারী হতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত অর্থ-বছরের অডিটর নাজিম উদ্দিন চৌধুরী এডভোকেট, কয়ছর আহমদ এডভোকেট ও দেবতোষ দেব এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট অডিট কমিটির আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট ২০২০ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০২০ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এডভোকেট বিগত ১৪-০১-২০২১ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তাহার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন।
প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত পর পর দুই বারের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-১ এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, সহ সভাপতি-২ পান্না লাল দাস এডভোকেট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট, দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মুমিনুর রহমান (টিটু) এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মকসুদ আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলিম উদ্দীন এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মইনুল হক এডভোকেট ও মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট, সহ-সম্পাদক কবির আহমদ এডভোকেট, মোঃ কাওছার আহমদ এডভোকেট ও মোবারক হোসাইন এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন সর্বজনাব আব্দুল গফফার এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, কল্যাণ চৌধুরী এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট, লুৎফা বেগম চৌধুরী এডভোকেট, জসিম উদ্দিন আহমদ এডভোকেট, এম.ই.এম. ইকবালুর রহমান এডভোকেট, আবু মোহাম্মদ আসাদ এডভোকেটকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
দুই বারের নির্বাচিত সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট এবং দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন দুই বারের নির্বাচিত সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট, দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেটসহ সকল সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণসভা করতালির মাধ্যমে স্বাগত জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আহমদ চৌধুরী এডভোকেট এবং গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাশ চৌধূরী এডভোকেট, বিদায়ী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও দুই বারের নির্বাচিত সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট তাহার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং সভাপতি হিসেবে গতবছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখল-চেষ্টার অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখলের চেষ্টা করছে একটি পক্ষ। এ জন্য জালজালিয়াতিরRead More
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সাহেবেরগাঁওয়ে আকমল বাহিনীর হামলা ভাংচুর লুটপাটে নিঃস্ব স্থানীয় ব্যবসায়ী
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পূর্বশত্রুতার জেরে আক্রোশ ও লুটপাটেরRead More