সিলেটের আখালিয়া আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের মাঠে মঙ্গলবার (১৯ জানুয়ারি) উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে ৩৪টি বাইসাইকেল ও জেলার ক্যাম্প সংস্থার অঙ্গিভূত সাধারণ আনসারদের মাঝে ৫’শ সেট পোশাক বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে তৃণমূল পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে মানবসেবার কার্যক্রম দায়িত্বশীল ভূমিকা পালন করার আহŸান জানান।
বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা কমান্ডান্ট এনামুল খাঁন, সার্কেল অ্যাডজুটান্ট ও উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে গ্রাম অঞ্চলের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ড, আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে গতিশীল আনায়নের লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডার ও ইউনিয়ন, ওয়ার্ড দলনেতাদের মধ্যে বাইসাইকেল ও জেলার বিভিন্ন ক্যাম্প সংস্থার অঙ্গিভূত সাধারণ আনসারদের মাঝে ৫’শ সেট পোশাক বিতরণ করা হয়েছে।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More