কান্দুবস্তি ও বাগানের লোকজনের সংঘর্ষের পর জাফলং কাটারী এলাকা থেকে এক ব্যাক্তি নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধিঃ জাফলং চা বাগন সংলগ্ন কাঠারী এলাকা থেকে সফিকুর রহমান(৩২) নামে ব্যাক্তি নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউপির লাবু গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায় সেমবার রাত সাড়ে১২টা থেকে ১ টার মধ্যে এ নিখোঁজের ঘঠনা ঘটতে পারে। ঘঠনাস্হল পরিদর্শন কারী এসআই মান্নান বলেন ঘটনার পূর্বে কান্দুবস্তি ও চা বাগান এলাকার লোকজনের মধ্যে মহামারির হয়। মঙ্গবার দিনভর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নদী ও এলাকায় অনুসন্ধানের পরও সফিকের সন্ধান পেতে ব্যর্থ হয়। এলাকার লোকজন বলছেন কোয়ারী এলাকায় রাতে সে সেইভ মেশিন দিয়ে পাথর উত্তোন করত। এ বিষয়ে জানতে গোয়ইনঘাট থানায় ফোন দিলে রিসিভ হয়নি। পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যান আঃ ছালাম বলেন এইমাত্র শুনেছি লোকে বলাবলি করছে সে নাকি কোয়ারীতে সেইভ মেশিন চালাত। ইউএনও তাহমিলুর রহমান বলেন আমি এ বিষয়ে কিছু জানি না। তদন্তকারী কর্মকর্তা এসআই মান্নান বলেন নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More