Main Menu

অনিশ্চিত সাফ ফুটবল

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি সাফ ফুটবল। এ বছর ১৪-২৫ সেপ্টেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। কিন্তু এ বছরও সাফ ফুটবল অনিশ্চিত। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নিয়ন্ত্রক সংস্থা।

তবে শিগগিরই সাফভুক্ত দেশগুলোর সঙ্গে সভায় বসার কথা রয়েছে বলে জানান সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, একই মাসে (সেপ্টেম্বর) কয়েকটি প্রতিযোগিতার সূচি হওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সাফ নিয়ে ভাবছি। এখন পর্যন্ত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ধরেই এগোচ্ছি। তবে সবকিছু নির্ভর করছে অন্য দেশগুলোর চাওয়ার ওপর। আমরা সাফের দেশগুলোর সঙ্গে শিগগিরই এ নিয়ে আলোচনা করব।

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেখানে বাংলাদেশ যে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে তার মধ্যে রয়েছে ফুটবলও। একই সঙ্গে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোও রয়েছে। তখন সব দেশের জাতীয় দলও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে। একাধিক প্রতিযোগিতা একই মাসে হওয়ায় বেকায়দায় আয়োজকরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *