সিলেট প্রধান ডাকঘরে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ‘চিলার রুম’

সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক চিলার রুম (ঠান্ডা সংগ্রহস্থল কক্ষ)। এতে সিলেট থেকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে পাঠাতে যাওয়া কৃষিপণ্য বা কাঁচামাল সুরক্ষায় কয়েকদিন থাকলেও নষ্ট হবে না।
দেশের বিভাগ ও জেলার সকল প্রধান ডাকঘরগুলোতে নির্মিত হচ্ছে চিলার রুম। এই প্রকল্পের আওতায় সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরেও চিলার রুম স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি অর্থবছর শেষের দিকে ঠান্ডা সংগ্রহস্থল কক্ষের কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
শনিবার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেছেন- ডাক বিভাগকে সম্পুর্ণরূপে ডিজিটাল করতে সকল ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। কৃষিপণ্য বা কাঁচামাল যাতে নষ্ট না হয় সেজন্য সিলেটসহ প্রতিটি প্রধান ডাকঘরে চিলার রুম তৈরি করা হচ্ছে। চিলার রুমে প্রয়োজনমতো ২ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাছ-গোশত ও সবজিসহ কৃষিপণ্য এবং কাঁচামাল ফ্রিজিং করা হবে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, অভ্যন্তরীণ চিঠি ও পার্সেল যেন সহজে গ্রাহক ট্র্যাক-ট্রেসিং করতে পারে সে জন্য মেইল মনিটরিং সফটওয়্যার তৈরি করা হয়েছে। ভবিষ্যতে কৃষকের পণ্য ডাক বিভাগ সরাসরি ক্রেতার নিকট পৌঁছে দিবে এবং পোস্ট অফিস উদ্যোক্তাদের মাধ্যমে ই-কমার্স পণ্য আদান-প্রদান করা হবে।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরাতন ভবনের পেছনদিকে নির্মাণাধীন একটি বড় কক্ষকে ‘চিলার রুম’ করা হবে। এ লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। চলতি অর্থবছরেই ‘চিলার রুম’র কার্যক্রম পুরোপুরি শুরু হবে।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More