মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা ২৬ মার্চ
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা এবং ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কড্ডায় কালাকৈরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, খসড়া তালিকা প্রকাশের পর যদি কারো কোন আপত্তি থাকে বা কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদেরকে সময় দেওয়া হবে এ সময়ের মধ্যে তাদের যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, সামিট পাওয়ার গাজীপুর-২ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More