সুনামগঞ্জের রত্নগর্ভা মাতা প্রীতিকণা রায় পরলোকগমণে

সুনামগঞ্জের ফতেহপুর নিবাসী অধুনা দেবপুর নিবাসী প্রীতিকণা রায় গত ২রা জানুয়ারি শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে দেবপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমণ করেছেন। ঐদিন সন্ধ্যা ৭টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট কর্তৃক ২০১৮ইং সনে সুনামগঞ্জের রত্নগর্ভা মাতার সম্মানে ভূষিত হন। তাঁর বড় পুত্র জৈন্তা ডিগ্রি কলেজের অধ্যাপক, সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী বিজন রায়, মধ্যম পুত্র সিলেট সরকারী মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিমান বিহারী রায়, ৩য় পুত্র ফেঞ্চুগঞ্জস্থ সরকারী হিসাব রক্ষণ অফিসের অডিটর বিপ্রেশ রায়, দুই বোনের বড়জন শিপ্রা রায় গৃহিণী এবং ছোট বোন বীথি রায় নিউইয়র্কে গবেষণা সহকারী হিসেবে কর্তব্যরত।
সুনামগঞ্জের রত্নগর্ভা মাতা প্রীতিকণা রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের প্রধান সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সুত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৭ বাংলার সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবানাথ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সীয়ান চন্দন দাশ প্রমুখ।
নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More