ভাসানচরমুখী রোহিঙ্গাদের দ্বিতীয় দল চট্টগ্রামে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাওয়ার জন্য প্রায় ১ হাজার ৮০০ রোহিঙ্গা চট্টগ্রামে অবস্থান করছেন।
সোমবার রাতে দুই দফায় ৩০টি বাসে চড়ে নগরের পতেঙ্গার বিএফ শাহীন কলেজ মাঠে এসে পৌঁছান তারা।
কলেজ মাঠে রাতযাপনের পর মঙ্গলবার সকাল ৯টায় পতেঙ্গা বোট ক্লাব থেকে জাহাজে ভাসানচরের উদ্দেশে রওনা দেবেন রোহিঙ্গারা।
এর আগে সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রোহিঙ্গাদের বহনকারী ৩০টি বাস দুই ধাপে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
প্রথম দফায় ১৩টি বাস এবং দ্বিতীয় দফায় ১৭টি বাস সোমবার রাতে নগরের পতেঙ্গার বিএফ শাহীন কলেজ মাঠে এসে পৌঁছায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) অলক বিশ্বাস গণমাধ্যমকে জানান, কক্সবাজার থেকে দুই দফায় প্রায় ১ হাজার ৮০০ রোহিঙ্গা চট্টগ্রামে এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ৯টায় পতেঙ্গা বোট ক্লাব থেকে জাহাজে ভাসানচরের উদ্দেশে রওনা দেবেন তারা।
তিনি বলেন, রোহিঙ্গারা রাতে বিএফ শাহীন কলেজ মাঠে থাকবেন। কলেজ মাঠেই তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Related News

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।Read More

চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমানRead More