কুমারগাঁওয়ের বিদ্যুৎ গ্রিড লাইনে দুর্ঘটনায় আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে সংস্কার কাজ করার সময় পড়ে গিয়ে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। জরুরি এই মেরামত কাজের সময়ে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ছয়টা) সিলেটে বিদ্যুৎ আসেনি। রাত ৮ টার দিকে বিদ্যুৎ চালু হয়েছে। এই সংস্কার কাজে দেরি হওয়ার প্রেক্ষিতে সিলেটবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: চৌকিদেখিতে প্রবাসীর বাড়ির দেয়ালের সাথে জোর করে ঘর নির্মাণের অভিযোগ
নগরীতে বিল্ডিং কোড অমান্য করে ঘর নির্মাণ এবং তা অপসারণে প্রশাসনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগেRead More
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More

