সিলেটে রায়হান হত্যা: এবার কোতয়ালী থানার ওসি তদন্ত বরখাস্ত

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার ঘটনায় এসএমপির কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সৌমেন মৈত্রসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বাকী ২ জন হলেন, রায়হান হত্যা মামলার তদন্তে প্রথম দায়িত্বে থাকা এসআই আব্দুল বাতেন ও এএসআই কুতুব আলী। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, গত ১৭ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে কোতোয়ালীর ওসি (তদন্ত) সৌমেন মিত্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে রংপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। ১৮ নভেম্বর ডিসি নর্থ এর নির্দেশে এসআই আব্দুল বাতেন ও এএসআই কুতুব আলীকে প্রত্যাহার করা হয়। তারা দুজন এসএমপিতে আছেন। এর আগে চার পুলিশ সদস্যকে বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়। উল্লেখ্য গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ধরে নেওয়া হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে। ১১ অক্টোবরে তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান রায়হান।
Related News

কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীRead More

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More