মহানগরীর পাড়া-মহল্লার অপরাধীদের তালিকা তৈরি হচ্ছে, পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, সিলেট মহানগরীর পাড়া-মহল্লার অপরাধীদের তালিকা তৈরি হচ্ছে। এ লক্ষ্যে একাধিক সংস্থা কাজ করছে। তিন স্থরের অপরাধীদের এ তালিকা তৈরির পরই অভিযানে নামবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, নগরীতে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালানো হচ্ছে। কারা চালাচ্ছে আর কারা তাদের প্রশ্রয় দিচ্ছেন সকল তথ্য আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহায়তা করুন। তিন স্তরের এই তালিকায় যদি অপরাধীদের প্রশ্রয়দাতা কোন গডফাদারও থেকে থাকেন তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এসএমপির শাহপরান থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, ’পুলিশ জনগণের সহায়তা নিয়ে কাজ করে। অপরাধ দমনে ভয় না পেয়ে সকলেরই উচিত পুলিশকে সহায়তা করা।
উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি এলাকায় বহিরাগতরা এসে অপরাধ করেনা। স্থানীয় ছেলেরাই তা করে থাকে। সুতরাং এলাকার লােকজন এদেরকে চেনেন। সেহিসেবে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গােপন রাখার কথাও জানান পুলিশ কমিশনার।
তিনি আরও বলেন, অপরাধী হয়ে কেউ জন্মায়না। শিশুদের দু’টি শিক্ষা রয়েছে। একটি প্রাথমিক শিক্ষা ও অপরটি পারিবারিক শিক্ষা। শুরুতে পরিবার থেকেই শিশুকে শিক্ষা নিতে হবে। এখান থেকে সুশিক্ষা পেলে তার নৈতিক অবক্ষয় হবে না। এখানে পরিবার বড় একটি ভুমিকা পালন করে। পুলিশ কমিশনার বলেন, বর্তমানে অপরাধের তিন স্থরের যে তালিকা তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছ, কিশাের গ্যাং, ইভটিজার ও চাঁদাবাজ। মহল্লাভিত্তিক এ তালিকা সম্পন্ন হওয়ার পরই আইনিভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভাসমান হকারদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হকারদের পূর্ণভাসন না করা হলে এ সমস্যার সমাধান হবে না। আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলাপ করেছি নগরীর নির্দিষ্ট একটি স্থানে হকারদের জন্য বরাদ্দ করা হচ্ছে। হকাররা সিটি কর্পোরেশন থেকে একটি নির্দিষ্ট ফি দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন।এরপর যদি কোন হকার রাস্তায় বসেন তা হলে পুলিশ সর্বচ্চো এ্যাকশনে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ডিসি দক্ষিণ সুহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ কমিশনার এহসান উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহপরান থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আফসর আহমদসহ কমিউনিটি পুলিশিং ও শাহপরান থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More