মুফতী আবুল কালাম জাকারিয়া (রহ.)’র জীবনচরিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম ফকিহুল মিল্লাত মুফতী আবুল কালাম জাকারিয়া (রহ.) এর জীবনচরিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ নভেম্বর) বাদ জোহর জামেয়া কনফারেন্স হলে জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিনের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতী আতাউল হক জালালাবাদী, বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের প্রফেসর দিলাওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম তালুকদার ইসলামীক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুর রহমান, এলাউস সুনান গ্রন্থের ব্যাখ্যাকার মাওলানা মুফতী আতাউর রহমান।
স্বগত বক্তব্য রাখেন গ্রন্থের সংকলক মুফতী আলী আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক মুফতী আবুল খায়ের।
আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন সুনামগঞ্জ দারুস সালাম আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রমজান হোসাইন, জগন্নাথপুর জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বিলাল আহমদ খান, সিলেট সরকারী কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজাক্কির হোসাইন।
অনুষ্ঠান শেষে মোনাজাত করেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মুফতী আব্দুন নূর।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More