Main Menu

রায়হান হত্যা তদন্ত কর্মকর্তাসহ পিবিআই’র ৮জন করোনা আক্রান্ত

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলা তদন্ত করে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আলোচিত এ ঘটনা তদন্তের ১৮ দিনের মাথায় পিবিআই এর তদন্ত কর্মকর্তাসহ ৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক আদেশে আলোচিত রায়হান হত্যা মামলা কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তর হয়।

মামলাটি তদন্ত করার জন্য পিবিআই কয়েকজন চৌকিস অফিসারকে দিয়ে একটি তদন্ত টিম গঠন করে। করোনায় আক্রান্তদের মধ্যে রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলামসহ পিবিআই এর ৫ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক ১জন ও কনস্টেবল ২ জন রয়েছেন। তারা সবাই রায়হান হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্ট রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট পিবিআই পুলিশ সুপার খালেকুজ্জামান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে তাদের চিকিৎসা চলছে। করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ৩জন পুলিশ পরিদর্শক ও হোম কোয়ারেন্টাইনে আরও ২জন রয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *