সিলেটে র্যাবের হাতে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ গঙ্গারজল এলাকা থেকে ১৫শ ১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের গঙ্গারজল গ্রামের মায়ামিয়া চৌধুরীর ছেলে খলিলুর রহমান (৪১) ও একই গ্রামের মৃত আব্দুল জলিল মাখন মিয়ার ছেলে দেলোয়ার আহমদ (৩৬)।
এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত এসপি বসু দত্ত চাকমা এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More