Main Menu

৫দিনের সফরে সিলেটে পৌছেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

সরকারি সফরে দীর্ঘ ৮ মাস পর সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার দুপুর ১২টা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আসেন মন্ত্রী।

এসময়ে মন্ত্রীকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানান, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদসহ নেতৃবৃন্দ।

সিলেটে ৫ দিনের সফরে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা ও নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন মন্ত্রী।

আজ সন্ধ্যা ৬টায় সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সরকার, শিক্ষা প্রকৌশল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। মন্ত্রীর আগামীকাল বুধবারের সফরসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় জৈন্তাপুরের তোয়াশিহাটি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতঘর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বেলা ১টায় রাংপানী ক্যাপ্টেন রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলা দেড়টায় আসামপাড়া গ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন, বিকেল ৫টায় সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদান।
প্রবাসী কল্যাণমন্ত্রীর বৃহস্পতিবারের সফরসূচি হচ্ছে সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাটের নবগঠিত পশ্চিম আলীরগাঁও ইউপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলা ১১টায় পুকাশ স্কুল এন্ড কলেজের লাইব্রেরি উদ্বোধন, সাড়ে ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুর্ণানগর গ্রামে পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, বেলা দেড়টায় উপজেলা পুকুরের চারদিকের রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল ৪ টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় পরিদর্শন।
শুক্রবার মন্ত্রীর কোম্পানীগঞ্জ সফরসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন, সাড়ে ১০টায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন, বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন, বেলা ২টায় মরহুম ফারুক চেয়ারম্যানের বাড়িতে উপস্থিতি, বেলা আড়াইটায় ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট পরিদর্শন ও বিকেল সাড়ে ৪ টায় আব্দুল বাছেত চেয়ারম্যানের বাড়িতে উপস্থিতি। প্রবাসী কল্যাণমন্ত্রী শনিবার দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *