চিরনিদ্রায় শায়িত আজিজ আহমদ সেলিম

বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ যোহর দরগাহ মসজিদে নামাজে জানাজাশেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার সভাপতি এটিএম শোয়েবসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টায় সিলেট সিএইমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিলেট প্রেসক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনেরও সিলেট প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া, নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন তিনি। সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বেও ছিলেন আজিজ আহমদ সেলিম।
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হবার পর অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাকে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফুসফুস সমস্যাসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। রাখা হয় চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে। এরপর রোববার রাত সাড়ে ৮টায় প্রাণ হারান।
Related News

সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সুলতান খানের পিতার জানাযা সম্পন্ন
সিলেট সদর উপজেলা জামায়াতের সাবেক আমির যুক্তরাজ্য প্রবাসী সুলতান খানের পিতার প্রবীণ মুরব্বি ৭ নংRead More

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম (৭৮) আর নেই। বৃহস্পতিবারRead More