কামালবাজার বিটে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমপির ৩০নং বিট কামালবাজার এলাকায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় কামালবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রবীণ আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিম এর সভাপতিত্বে ও আইডিয়ার প্রগ্রাম কো-অরডিনেটর সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির সহকারী পুলিশ কমিশনার অমূল্য কুমার চৌধুরী।
কামালবাজার ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার আলী, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি মোঃ আশিক মিয়া, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার ফারুক আহমদ, মোঃ খলিলুর রহমান,শফিক আহমদ, ইকবাল আহমদ।
উপস্থিত ছিলেন ডাঃ উস্তার আলী, ছাত্রলীগ নেতা আকরামুল হকসহ রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম ও ধর্সমীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাদল আহমদ।
অনুষ্ঠান শেষে জনসচেতনতা মূলক শ্লগান নিয়ে ফেস্টুন প্রদর্শিত বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
Related News
সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে’
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয়Read More
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মত বিনিময় সভা
ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিমRead More

